রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরেই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচন আয়োজন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের পরিকল্পনা ও ধাপগুলো মাথায় রেখেই এগোচ্ছি। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব।”

রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। এটা একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক বক্তব্য সব সময়ই হয়ে এসেছে, এখনো হচ্ছে। কথাবার্তায় খুব বেশি পরিবর্তন হয়নি। নির্বাচনের সময় কে কী বলছেন, সেটাকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখতে হবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন