শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ক্রিমিয়া ছাড়ার আহ্বান জানালেন ট্রাম্প, জেলেনস্কির কড়া প্রতিক্রিয়া

ওয়াশিংটনে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কিয়েভকে ক্রিমিয়া ত্যাগের আহ্বান জানিয়েছেন। তার মতে, ইউক্রেন যদি ক্রিমিয়ার দাবি থেকে সরে দাঁড়ায় এবং ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে, তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ ‘তাৎক্ষণিকভাবে শেষ হতে পারে’।

ট্রাম্প রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে যুদ্ধ দ্রুত শেষ করতে পারেন, অথবা চাইলে তা চালিয়ে যেতে পারেন। সমঝোতার শর্ত হিসেবে তিনি উল্লেখ করেন, “ক্রিমিয়াকে ফেরত না পাওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ না করা।”

তবে ট্রাম্পের এ মন্তব্যের মাত্র দেড় ঘণ্টা পরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ কড়া প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুতা বন্ধের জন্য ইউক্রেন কোনো আপস করতে রাজি নয়। বরং রাশিয়াকেই যুদ্ধ থামাতে হবে, কারণ এই যুদ্ধ তাদের দ্বারাই শুরু হয়েছে।

জেলেনস্কি তার পোস্টে লেখেন, “আমরা আত্মবিশ্বাসী যে ইউক্রেনকে রক্ষা করব। ক্রিমিয়াকে তখন হাল ছাড়ার কথা ছিল না, যেমন ২০২২ সালের পর ওডেসা বা খারকভকে ইউক্রেনীয়রা হাল ছাড়েনি।”

যদিও ছাড় দেওয়ার বিষয়ে দৃঢ়ভাবে অস্বীকৃতি জানিয়েছেন জেলেনস্কি, তবে তিনি ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউস সফরের বিষয়টি ইতিবাচকভাবে উল্লেখ করেছেন। তিনি ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই ওয়াশিংটনে জেলেনস্কির উপস্থিতি নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন