শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চেয়ারপারসনের সাম্প্রতিক শারীরিক কিছু জটিলতা ও পূর্ববর্তী রোগসমূহ পর্যবেক্ষণের অংশ হিসেবে তাঁকে আজ রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা পর্যালোচনা করা হবে।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “চেয়ারপারসনের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে নিয়মিতভাবে মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণ করে থাকেন। আজকের যাত্রাও তারই অংশ।”

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি এবং হৃদরোগসহ একাধিক জটিল রোগে ভুগছেন। এর আগেও তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। তাঁকে বর্তমানে গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন