রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জামায়াতের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দু’দফায় অসুস্থ হয়ে পড়লেন আমির ডা. শফিকুর রহমান

১৯ জুলাই ২০২৫

রাজধানীতে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বাংলাদেশের আজকের বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দু’দফায় অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রথমে বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাৎ তিনি মঞ্চে পড়ে যান। পরে উঠে দাঁড়িয়ে বক্তব্য চালিয়ে যেতে চাইলে পুনরায় মঞ্চেই পড়ে যান তিনি। তখন তাঁকে স্টেজেই শুইয়ে দেওয়া হয়। উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং জানান, তাঁর পক্ষে আর বক্তব্য দেওয়া সম্ভব নয়।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, “একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।” তবে অসুস্থতার কারণে তিনি আর বক্তব্য শেষ করতে পারেননি।

দীর্ঘদিন পর রাজধানীতে জামায়াত আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা থাকলেও আমিরের হঠাৎ অসুস্থতায় তাৎক্ষণিকভাবে মঞ্চে ও মাঠে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়।

দলীয় সূত্র জানিয়েছে, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনে তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন