রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রমজানের ভাই হিরা মুন্সি জানান, তারা গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা। রমজান পেশায় রিকশাচালক ছিলেন। গত ১৬ জুলাই সকালে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হলে দুপুরে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় পৌঁছান। ঠিক সে সময়ই সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হন তিনি। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় বহু মানুষ। নিহত রমজান মুন্সি সেই সহিংসতার এক নিরীহ শিকার বলে দাবি করেছেন তার পরিবার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন