শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি, সেনাবাহিনীর গুলি, সহিংসতায় উত্তপ্ত পরিস্থিতি

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনার পর ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা শেষে ফেরার পথে নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

এ সময় পুরো গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। হামলাকারীরা পুলিশের ও সেনাবাহিনীর গাড়িতেও আক্রমণ করে। সহিংসতার কারণে নিরাপত্তা ঝুঁকির মুখে এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হন।

এর আগে, দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ চলাকালে সমাবেশ মঞ্চেও হামলা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করে এবং সমাবেশস্থলে থাকা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পরেই হামলার শিকার হয় এনসিপির গাড়িবহর। পরে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রিত নেতাদের উদ্ধার করে।

প্রশাসন জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় সহিংসতার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন