রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি, সংকট নিরসনে নির্বাচনের দাবি রিজভীর

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বর্তমান সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণ যদি ভোটের অধিকার ফিরে পায়, তাহলে সব সমস্যার সমাধান হবে। দেশের মানুষ চরম দুঃসময় পার করছে। যদি দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে মানুষ কাউকে ছেড়ে দেবে না।”

তিনি অভিযোগ করেন, সরকারের ভুল নীতি ও দমনমূলক শাসনের কারণেই দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, মুদ্রাস্ফীতি এবং বিদেশি মুদ্রার সঙ্কট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে দাবি করেন রিজভী।

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন