শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

এসএসসিতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ, কমেছে সাফল্যের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার প্রায় ১৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বেশ কয়েকটি বোর্ডে পাসের হার সন্তোষজনক থাকলেও কয়েকটি বোর্ডে তুলনামূলকভাবে কম ফলাফল করেছে শিক্ষার্থীরা। এ বছর কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং কোন কোন বোর্ড শীর্ষে রয়েছে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য শিক্ষামন্ত্রী পরে সংবাদ সম্মেলনে জানাবেন বলে জানা গেছে।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মহামারির প্রভাব এবং দীর্ঘমেয়াদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাব এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর ফলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন