শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

এশিয়ার মিত্রদের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, বিপর্যস্ত শেয়ারবাজার

জাপান-কোরিয়ার সঙ্গে বাণিজ্য টানাপোড়েনে যুক্তরাষ্ট্র, আরও শুল্ক ঘোষণা আসছে

এশিয়ার দুই ঘনিষ্ঠ মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এর ফলে এশিয়ার বাণিজ্য অংশীদারদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়ে পড়েছে।

ট্রাম্প প্রশাসন সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের উদ্দেশে নতুন শুল্ক আরোপের বিষয়ে ১২টি চিঠির প্রথম চিঠি পাঠানো হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় “সহজে কোনো সমঝোতা হবে না।”

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র জাপান থেকে প্রায় দ্বিগুণ পণ্য আমদানি করে, যা তারা জাপানে রপ্তানি করে।

শুল্ক দ্বিগুণের বেশি, তবে শর্তসাপেক্ষ ছাড়ের ইঙ্গিত

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সব প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর প্রায় ১০ শতাংশ শুল্ক বিদ্যমান। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, জাপান এবং দক্ষিণ কোরিয়া যদি তাদের বাণিজ্যনীতি পরিবর্তন করে, তাহলে নতুন শুল্কের হার কমানোর সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প চিঠিতে বলেছেন, “আমরা হয়তো এই চিঠিতে কিছু পরিবর্তন আনার কথা বিবেচনা করব। তবে, যদি আপনারা নিজেদের শুল্কহার বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে যেকোনো হারে তা বাড়ানো হোক, সেটি আমাদের ২৫ শতাংশের ওপর যোগ হবে।”

এই চিঠিগুলো সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন।

আরও দেশ শুল্কের আওতায়

একইসঙ্গে ট্রাম্প ঘোষণা করেছেন, মালয়েশিয়া এবং কাজাখস্তানের পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। দক্ষিণ আফ্রিকার ওপর শুল্ক হবে ৩০ শতাংশ এবং লাওস এবং মিয়ানমারের ওপর ৪০ শতাংশ।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক বাণিজ্য ঘোষণা আসতে পারে। তিনি জানান, “শেষ মুহূর্তে অনেক দেশ শুল্ক চুক্তি করার জন্য প্রস্তাব পাঠাচ্ছে।” তবে কোন দেশ এই চুক্তির সুযোগ পেতে পারে বা চুক্তির শর্ত কী হতে পারে, তা তিনি স্পষ্ট করেননি।

শেয়ারবাজারে ধস

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। সোমবারের ঘোষণার পর এসঅ্যান্ডপি ৫০০ সূচক তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য যুদ্ধের নতুন ঝুঁকি বিশ্ব অর্থনীতিকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

৯০ দিনে ৯০ চুক্তির পরিকল্পনা ভেস্তে গেছে

চলতি বছরের এপ্রিল মাসে হোয়াইট হাউস জানিয়েছিল, তারা ৯০ দিনের মধ্যে ৯০টি বাণিজ্য ও শুল্ক চুক্তি করবে। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। এ পর্যন্ত মাত্র দুটি চুক্তি সম্পন্ন হয়েছে—একটি ভিয়েতনামের সঙ্গে, অপরটি যুক্তরাজ্যের সঙ্গে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, “আগামী কয়েক দিনে আরও চিঠি পাঠানো হবে। কিছু চুক্তি নিয়ে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি।” তিনি জানান, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যাতে ৯ জুলাইয়ের শুল্ক কার্যকরের সময়সীমা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের এই নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রের বাজার এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল উভয়ের ওপর চাপ তৈরি করবে। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলোর ওপর এই শুল্ক আরোপ দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককেও জটিল করে তুলতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন