শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার পতন চেয়ে পোস্ট শেয়ার করলেন হাবিপ্রবি উপাচার্য, পরে সরালেন

দিনাজপুর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পতন চেয়ে এক ব্যক্তির করা ফেসবুক পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। তবে সমালোচনার মুখে ওই পোস্ট পরে সরিয়ে ফেলেছেন তিনি।

জানা গেছে, গত ১ জুলাই “স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছিঃ প্রধান উপদেষ্টা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় কালের কণ্ঠ অনলাইনে। সংবাদটির শিরোনামের স্ক্রিনশট নিয়ে জাকির হোসাইন নামের এক ব্যক্তি সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “আগামী ফেব্রুয়ারী ২০২৬ এর মধ্যে কি পতন হবে?”

এই পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। পোস্ট শেয়ার করার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজে তা শেয়ার করা হয়। এতে উপাচার্য প্রধান উপদেষ্টার পদত্যাগ চান কিনা—এ নিয়ে জোর আলোচনা ও সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে পড়ে উপাচার্য শেষমেশ নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে ফেলেন।

এ বিষয়ে উপাচার্যের বক্তব্য জানতে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিকবার মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি। মেসেজগুলো তিনি ‘সিন’ করলেও সাড়া দেননি। পরবর্তীতে তার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন