শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি – পার্বত্য উপদেষ্টা

ঢাকা, ০২ জুলাই ২০২৫ খ্রি.

“পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি।” – এ মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পাহাড়ি ফল মেলার আয়োজন যেন শুধুমাত্র প্রদর্শনী নয়, বরং পাহাড়ের মাটির ঘ্রাণ, নারীর শ্রম এবং প্রাকৃতিক ঐশ্বর্যের অপূর্ব সাক্ষাৎ।

আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত পাহাড়ি ফল মেলার (১-৫ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও জানান, “রাজধানীর যান্ত্রিক জীবনে সুস্থ থাকতে পাহাড়ি অর্গানিক ফলের গুরুত্ব অপরিসীম। এ মেলার মাধ্যমে আমরা রাজধানীবাসীর কাছে পাহাড়ি ফল সরাসরি পৌঁছে দিতে চাই। এছাড়া পাহাড়ি নারীরা অর্গানিক ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরকার তাদের জন্য বিভিন্ন প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষি গবেষণার অগ্রগতির ফলে পাহাড়ে এখন বছরে দুইবার ফল উৎপাদন সম্ভব হচ্ছে।”

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বলেন, “পাহাড়ি ফল রাসায়নিকমুক্ত এবং প্রকৃতির দ্বারা সংরক্ষিত থাকে। অনলাইনে ফলের তথ্যভাণ্ডার তৈরি হচ্ছে, যাতে শহরবাসী সহজেই পাহাড়ি ফলের স্বাদ নিতে পারে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পায়।”

মেলায় আড়াই কেজি ওজনের ব্রুনাই কিং আম, চিয়াংমাই আম, রাম্বুটান, প্যাশন ফ্রুট, বিদেশি পেঁপে, পাহাড়ি আনারস, কাঁঠাল, আম ও কলা প্রদর্শিত হচ্ছে। এছাড়া, পাহাড়ের জীবন, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে পরিচয় করিয়ে দিতে মেলার আয়োজনটি এক বিশেষ অনুভূতির বিনিময়মঞ্চ হয়ে উঠেছে।

মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানীসহ মোট ৩০টি স্টল অংশগ্রহণ করছে। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন