শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

“বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগী চক্র আন্দোলন করছে” — রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র ইনকাম ট্যাক্স বিভাগে আন্দোলন করছে। তিনি স্পষ্ট করে বলেন, “দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দপ্তরে কেউ আন্দোলন করলে সে দায় বিএনপির নয়, এবং বিএনপি এ ধরনের আন্দোলনের সঙ্গে কোনোভাবে সংযুক্ত বা সহমত নয়।”

আজ শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর নয়া পল্টনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, “ইনকাম ট্যাক্সে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা বিএনপির কেউ নয়। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে এমন মানুষদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়

রিজভী বলেন, “রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে রাজনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে, তার ফলেই সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

নির্বাচন নিয়ে সমালোচনা

তিনি আরও অভিযোগ করে বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের বক্তব্যেই প্রমাণিত হয়েছে যে, হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছে।”

রিজভী সংস্কারের মাধ্যমে দ্রুত নয়, যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন