শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৮ জুলাই

ঢাকা | ২৫ জুন ২০২৫

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৫৮৫ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে মোট ৯০ জন প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের ১০৪ জন প্রার্থীর জন্য মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরস্থ পিএসসির প্রধান কার্যালয়ে।

এর আগে গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। তারা পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন