শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আমীরে জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ

ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইলের যৌথ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আজ ২৩ জুন এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে আমীর বলেন, গত ১৩ জুন ও ২১ জুন রাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যে অতর্কিত হামলা চালিয়েছে, তা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন। এ হামলা আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি অযৌক্তিক, অবৈধ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। আমরা এই ন্যক্কারজনক ও আগ্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সাম্প্রতিক শুনানিতে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এখনো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের এই হামলা কেবল মিথ্যা অজুহাত এবং অনুমান নির্ভর ভিত্তিহীন দাবির উপর প্রতিষ্ঠিত। এর মাধ্যমে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও প্রতারণামূলক নীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।

ডা. শফিকুর রহমান বলেন, এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হয়ে উঠবে এবং এটি বিশ্বশান্তির জন্য একটি বড় বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে।

তিনি বলেন, ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই বেপরোয়া হামলা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা জোরালো আহ্বান জানাই।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন