শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

৩৫ পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ ১ জন আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন মানিকপুর থেকে নতুনগাও রাস্তাস্থ নতুনগাও জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর ৩৫ পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ ১ জন আসামি গ্রেফতার।


০৫/০৫/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীগঞ্জ পৌরসভাস্থ মানিকপুর দশতলা ভবনের সামনে পাকা রাস্তার উপর একজন লোক ইয়াবা ট্যাবলেট বিক্রি করাকালে ২.২০ ঘটিকায় সংগীয় ফোর্স র সহায়তায় আসামী ১।মো:ইদ্রিস (৫০) কে গ্রেফতার পূর্বক দেহ তল্লাশি করা কালিন ১নং আসামি র পরিহিত চেকলুঙ্গীর ডান কোচরে সাদা পলিথিনে মোরানো অবস্থায় নিজ হাতে করিয়া দেওয়া মতে ৩৫পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামি মাদকদ্রব্য ইয়াবা বিক্রির জন্য উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আসামী/ অভিযুক্তের নাম ও ঠিকানা 1.মো:ইদ্রিস (৫০),পিতা-মৃত ফকির আলী মোল্লা সাং-নতুনগাও (নয়নের বাড়ি ), থানা ও জেলা -মুন্সীগঞ্জ। উক্ত ব্যক্তির নামে আরও ২ টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু হয় ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন