শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিশেষ অভিযানে ৭৫ লিটার চোলাই মদ ও সিএনজি সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৭৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাউজান থানা পুলিশ।

রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়ার নির্দেশনায় এসআই (নিঃ) হোসেন ইবনে নাঈম ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন গভীর রাতে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশিকালে একটি লাল রঙের পুরাতন প্রাইভেট সিএনজির পিছনের ইঞ্জিন বক্সের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৭৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২২,৫০০ টাকা।

ঘটনাস্থল থেকে চোলাই মদ পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি ও দুই মাদক ব্যবসায়ী — মোঃ বেলাল ও মোঃ নাজিম উদ্দিন —কে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন