শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মহব্বত কবীরের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ইদ্রাকপুর এলাকার জনৈক মধুসূদন ধরের বাড়ির সামনে পাকা রাস্তায় মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেনের বয়স ৩৩ বছর। তার পিতা মৃত জালাল সরকার এবং মাতা মিনারা বেগম। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ চর মুশরা, মুন্সীগঞ্জ এবং বর্তমানে তিনি পূর্ব শিলমন্দির (৮নং ওয়ার্ড) এলাকায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের পর মনির হোসেনের দেহ তল্লাশি করে তার নিজ স্বীকারোক্তি অনুযায়ী ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১৯ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫৭,০০০ টাকা। অভিযান পরিচালনাকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন