শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় রংপুরে একজন গ্রেফতার

রংপুর

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মো. মাহমুদুল হক (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

বুধবার (১৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আরপিএমপির হাজীরহাট থানার অফিসার-ইন-চার্জের নেতৃত্বে একটি চৌকস দল কোতয়ালী থানাধীন ধাপ নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাহমুদুল হক হাজীরহাট থানার মামলা নম্বর-০২, তারিখ-০৩/০৬/২০২৫ এর এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি। তাকে তার বর্তমান ঠিকানা রোজ ভ্যালী টাওয়ার, নিউ ইঞ্জিনিয়ারপাড়ার নিজ বাসভবন থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুল হক মূলত চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিয়ালীমারী গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও পরিচিত।

উল্লেখিত মামলাটি দেশের বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ড সংক্রান্ত। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৫০৬(২)/১১৪/১০৯/৩৪ ধারাসহ অন্যান্য প্রযোজ্য আইনে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন