শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান বিএনপির – আমির খসরু

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকার বা কোনো রাজনৈতিক দল সেটা নির্ধারণ করে না। তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে।”

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে কৃষি, প্রাণীসম্পদ ও খেলাধুলা বিষয়ক পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে ফুটবলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল।

নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, “রমজানের আগে নির্বাচন নিয়ে একটি জাতীয় ঐক্যমত গড়ে উঠেছে। বিএনপি মনে করে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। লন্ডনের বৈঠকের পর জাতির মাঝে স্বস্তি ফিরেছে। আমরা সঠিক পথেই আছি। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে বলে বিশ্বাস করি।”

সরকার ও নির্বাচন কমিশনের যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের যোগাযোগ থাকবেই। এটা স্বাভাবিক রুটিন কাজ। তবে নির্বাচনের তারিখ ঠিক করার দায়িত্ব একান্তই ইসির। তাই আমাদের অপেক্ষা করতে হবে, নির্বাচন কমিশন সময়মতো ঘোষণা দেবে।”

তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। কোনো অস্থিরতা জাতির জন্য মঙ্গলজনক নয়। আমরা ধৈর্য ধরছি, সবাইকেই ধৈর্য ধরতে হবে।”

ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, “আদালতের রায় হয়েছে, নির্বাচন কমিশনের অবস্থানও স্পষ্ট। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষা। আমরা আশা করি, সরকার আইনের শাসনে বিশ্বাস রাখবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে গঠিত রাজনৈতিক ঐক্যমতের প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনা ও শান্তিপূর্ণ ধারার প্রতি দলের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন