শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

তদন্তে পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে কেএমপিতে কর্মশালা

খুলনা, ১৭ জুন ২০২৫

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ সকালে “তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব, মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেএমপি’র আটটি থানা ও গোয়েন্দা বিভাগ থেকে মোট ৩০ জন তদন্তকারী কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনের জন্য তদন্ত কর্মকর্তাদের হতে হবে দক্ষ, পেশাদার, মানবিক ও জবাবদিহিমূলক। হয়রানি ও জটিলতা পরিহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ফৌজদারি অপরাধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে প্রযুক্তিনির্ভর আধুনিক কৌশল প্রয়োগ করে সর্বোচ্চ ধৈর্য ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—

  • মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)
  • মো. আবু তারেক, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)
  • আবুল বাশার মো. আতিকুর রহমান, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)
  • মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)

কেএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, কর্মশালায় তদন্ত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি ব্যবহার, সাক্ষ্য সংগ্রহ, অভিযোগ নিষ্পত্তিতে গতিশীলতা এবং অভিযোগকারীদের সাথে আচরণগত শিষ্টাচার নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন