শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

খুলনায় সন্ত্রাসবাদ প্রতিরোধে কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার—এটিইউ–ইউএনওডিসি যৌথ কর্মশালা

খুলনা, ১৭ জুন ২০২৫ │ সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় কমিউনিটি ও বিট পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করতে খুলনায় দুই দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি)–এর যৌথ প্রকল্পের অধীনে মঙ্গলবার নগরীর হোটেল ক্যাসেল সালামে খুলনা ও বরিশাল রিজিয়নের এএসপি-এর ওপরের পদমর্যাদার ৩০ জন কর্মকর্তাকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন এটিইউ’র ডিআইজি (অ্যাডমিন) তানভীর হায়দার চৌধুরী; বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

পুলিশ কমিশনার বলেন, “খুলনা-বরিশাল রিজিয়নে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার করে সহিংস চরমপন্থার আগ্রাসী প্রবণতা মোকাবিলায় সমন্বিত কৌশল নিতে হবে। এটিইউ ও ইউএনওডিসির এ উদ্যোগ স্থায়ী প্রতিরোধ গড়তে সহায়ক হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এটিইউ’র অতিরিক্ত ডিআইজি (বরিশাল বিভাগ) শামীমা আক্তার এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি ও বিট পুলিশিং) মো. আরিফুল ইসলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন