শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ জুন) রাতে জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর তত্ত্বাবধানে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

রাত ৯টা ৩০ মিনিটে শিবপুর গ্রামের পাটোয়ারী বাড়ির একটি কক্ষ থেকে মো. মুনির হোসেন (৫৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচর (খিলা বাজার) এলাকার মৃত আব্দুল অদুদের পুত্র।

গ্রেফতারকৃত মুনির হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৪ কেজি গাঁজা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন