শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর ইন্তেকাল, বিএনপির শোক

প্রান্তকাল ● ঢাকা, ১৫ জুন ২০২৫

গণফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মোস্তফা মহসিন মন্টু বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান ও আপসহীন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন