শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্র ব্যবহারে জোর দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ১৫ জুন ২০২৫

পরিবেশবান্ধব ও টেকসই আসবাবপত্র উৎপাদনের জন্য বাঁশের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “কাঠের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বাঁশ একটি গুরুত্বপূর্ণ বিকল্প। এটি সহজলভ্য, দ্রুত বৃদ্ধিশীল এবং পরিবেশবান্ধব।”

রোববার (১৫ জুন) বাংলাদেশ সচিবালয়ে ঈদুল আজহা-পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিবেশ রক্ষায় নবউদ্যমে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বাঁশ দিয়ে তৈরি আধুনিক, রুচিশীল ও টেকসই আসবাবপত্র অভ্যন্তরীণ বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনার দ্বার খুলতে পারে।”

বাঁশ-ভিত্তিক শিল্পের প্রসারে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি বাঁশগবেষণা কেন্দ্রে প্রযুক্তিগত উন্নয়ন ও পণ্যের বহুমুখীকরণে গবেষণার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিববৃন্দ, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন