শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আরামবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত দোকান কর্মচারী

ঢাকা, ১৫ জুন ২০২৫

রাজধানীর আরামবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ জুন) ভোরে মতিঝিল আরামবাগ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতের বন্ধু মোবারক হোসেন জানান, ঈদের ছুটি কাটিয়ে রাতের বাসে তারা ঢাকায় ফেরেন। ভোরে আরামবাগে বাস থেকে নেমে তারা একটি রিকশায় করে চকবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে এক গলিতে দুই ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে মোবারকের পকেট থেকে ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে মুজাহিদুলের কাছ থেকে কিছু নিতে না পেরে ছিনতাইকারীরা যাওয়ার সময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় রক্তাক্ত মুজাহিদুলকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।

আহত মুজাহিদুল ও তার বন্ধু মোবারক চকবাজার এলাকায় দুটি ভিন্ন দোকানে কাজ করেন। মুজাহিদুল একটি ব্যাগের দোকানে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন