শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের সময়সীমা নির্ধারিত: ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভোট চায় বিএনপি

তারেক-ইউনূস বৈঠক ‘টার্নিং পয়েন্ট’ — মির্জা ফখরুল

ঢাকা, ১৩ জুন ২০২৫ (প্রান্তকাল):

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সময়সীমাকে দলের পক্ষ থেকে যথোপযুক্ত উল্লেখ করে বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে।

শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, “বৈঠকে মূল আলোচনা ছিল জাতীয় নির্বাচন। তারেক রহমান প্রস্তাব করেছেন—আগামী এপ্রিল নয়, বরং এর আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন করা হোক। প্রধান উপদেষ্টাও এই প্রস্তাবে সম্মত হন।”

বিএনপি মহাসচিব আরও বলেন, বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে, “দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা জাতীয়ভাবে আশাবাদের ইঙ্গিত বহন করে।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “তিনি আবারও প্রমাণ করেছেন যে তার মধ্যে রাষ্ট্রনায়কের গুণাবলি রয়েছে। যেভাবে জাতি এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল, তা প্রমাণ করে এটি কতোটা গুরুত্বপূর্ণ ছিল।”

মির্জা ফখরুল জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে বলেন, “এই বৈঠক প্রমাণ করেছে—প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ হতে জানে। নেতারা নেতৃত্ব দিতে পারেন। প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে জাতিকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন।”

বিএনপি মহাসচিব শেষকথায় বলেন, “আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তিনি সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দিয়েছেন, এবং জাতিকে নতুন দিশা দিয়েছেন।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন