শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ীতে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান: হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুটি যানবাহন থেকে মোট চারটি হর্ন জব্দ ও তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে পুলিশ লাইন্স, রাজবাড়ীর একটি চৌকস টিম।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন