স্বপ্নভঙ্গের রাত: সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের পথে বিপাকে বাংলাদেশ
- নিজস্ব প্রতিবেদক
- জুন ১০, ২০২৫
জয়ের স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চারদিকের উত্তেজনা, টিকিটের জন্য হাহাকার, গ্যালারিতে ২১ হাজার দর্শকের উপস্থিতি—সব মিলিয়ে ১০ জুনের এই ম্যাচটিকে ঘিরে ছিল ব্যতিক্রম এক পরিবেশ। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই স্বপ্নভঙ্গই ঘটল। শক্তিশালী সিঙ্গাপুরের কাছে ২–১ ব্যবধানে হেরে এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন সমীকরণের মুখে পড়েছে লাল-সবুজরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলকে দেখা গেছে রক্ষণাত্মক মেজাজে। সিঙ্গাপুর ছোট ছোট পাসে আক্রমণ সাজায় এবং বাংলাদেশের রক্ষণভাগে জায়গা খুঁজে পেতে থাকে। প্রথম ৩০ মিনিটেই দুটি নিশ্চিত সুযোগ পায় তারা, যার একটি দক্ষতায় ঠেকান গোলকিপার মিতুল মারমা। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। ৪৫তম মিনিটে একটি লম্বা থ্রো থেকে বল বক্সে আসে। গোলরক্ষক মিতুল পাঞ্চ করলেও বল বিপদমুক্ত হয়নি। সেখান থেকে সং উই–ইয়াং-এর শটে এগিয়ে যায় সিঙ্গাপুর।
বিরতির পর ৫৬ মিনিটে আবার গোল হজম করে বাংলাদেশ। সিঙ্গাপুরের তারকা স্ট্রাইকার ইখসান ফান্দি বল পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোলটি করেন। জাতীয় দলের হয়ে এটি ছিল তাঁর ২১তম গোল। তবে গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর নিখুঁত থ্রু পাস ধরে রাকিব হোসেন দুই ডিফেন্ডারের ফাঁক গলে গোলকিপারের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান। এই গোল বাংলাদেশের খেলায় নতুন প্রাণ আনে এবং কোচ একের পর এক পরিবর্তন আনেন দলে।
পরবর্তীতে বাংলাদেশ একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত সমতা ফেরাতে পারেনি। শাহরিয়ার ইমনের হেড দুর্দান্তভাবে রক্ষা করেন সিঙ্গাপুরের গোলকিপার। হামজার শট চলে যায় বাইরে, ফাহামিদুলের ড্রাইভ রক্ষণে আটকে যায়, আর এক পর্যায়ে টানা পাঁচটি কর্নার পেয়েও ব্যবধান কমাতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে যতই আক্রমণে গতি আসুক, প্রথমার্ধে রক্ষণে গুটিয়ে থাকাই যেন ম্যাচ হারার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
ম্যাচটিতে নজর কাড়েন অভিষিক্ত শমিত সোম। মাঝমাঠে চমৎকার কিছু পাস, প্রতিপক্ষের ডিফেন্স চেরা বল এবং খেলার গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় তিনি আলো ছড়িয়েছেন। হামজাও দ্বিতীয়ার্ধে প্রভাব বিস্তার করেন, তবে গোল করার মতো জাদুকরি মুহূর্ত আনতে পারেননি। বিশেষ করে প্রথমার্ধে তাঁকে অনেকটা নিচে নামিয়ে খেলানোয় আক্রমণে প্রভাব পড়েছে। ম্যাচে নাম্বার নাইন স্ট্রাইকারের অভাব ছিল স্পষ্ট, যা গোলসংখ্যায় ফুটে উঠেছে।
বাংলাদেশের কোচ ভুটান ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে এই ম্যাচে নামে। রাইটব্যাকে শাকিল তপু, মাঝমাঠে মোহাম্মদ হৃদয় ও শমিত সোম ছিলেন নতুন সংযোজন। কিন্তু রক্ষণভাগে বারবার ফাঁক তৈরি হওয়ায় সিঙ্গাপুর সহজেই গোলের সুযোগ পেয়েছে। অপরদিকে, বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খেলায় ফিরলেও সুযোগ কাজে লাগাতে পারেনি।
এই হারে গ্রুপের পয়েন্ট টেবিলে জটিলতা বেড়েছে। হংকং ও সিঙ্গাপুর দুটি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ভারত ও বাংলাদেশের অর্জন সমান ১ পয়েন্ট। একইদিনে ভারত ইনজুরি টাইমের পেনাল্টি থেকে হেরে যাওয়ায় গ্রুপে সমীকরণ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন পরবর্তী দুটি ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
শেষ পর্যন্ত ম্যাচটি হয়ে থাকল হতাশার প্রতিচ্ছবি। এতদিন পর দেশের ফুটবলে যে আলোড়নের জন্ম হয়েছিল, তা এক রাতে নিভে গেল সিঙ্গাপুরের নির্ভুল আক্রমণে। বাংলাদেশ চেষ্টা করেছে, সুযোগও পেয়েছে, কিন্তু ম্যাচের ফলাফলে সেই প্রচেষ্টার প্রতিফলন মেলেনি। জয়ের স্বপ্নে বিভোর হয়ে হারের বাস্তবতায় ফেরা – এই ম্যাচ তাই হয়ে থাকল ফুটবলপ্রেমীদের জন্য এক বেদনাদায়ক স্মৃতি।
এই বিভাগের আরও খবর
সেমিফাইনালের আশায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে মাঠে বাংলাদেশ নারী দল
নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে…
কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার…
PFL চ্যাম্পিয়ন তিমুর খিজরিয়েভ গুলিবিদ্ধ
প্রফেশনাল ফাইটার্স লিগ (PFL)-এর বর্তমান ফেদারওয়েট চ্যাম্পিয়ন তিমুর…
বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ বাস্কেটবল…
শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল
মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান…
সর্বশেষ খবর
2.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
3.
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে জানান, রুশ…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…

