শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ, বৈঠকে থাকছে অর্থনীতি-বিনিয়োগ ও পাচার রোধ ইস্যু।

চারদিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরকালে যুক্তরাজ্যের রাজপরিবারের পক্ষ থেকে তাকে প্রদান করা হবে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’, যা সামাজিক ন্যায়, নৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

গত ৪ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সফর উপলক্ষে আজ সকালেই প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য অর্থনৈতিক সহযোগিতা, এবং অবৈধ অর্থ পাচার রোধে পারস্পরিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রেস সচিব বলেন, “সফরটি শুধু একটি পুরস্কার গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, এটি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার একটি সুযোগ। আগামী দিনের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, শিক্ষায় বিনিময় ও দুর্নীতিবিরোধী কর্মসূচি—এসব বিষয়ে উচ্চপর্যায়ের সংলাপ হবে।”

আলোচনার কেন্দ্রে থাকবে অর্থ পাচার ও রিকভারি উদ্যোগ

সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে যুক্তরাজ্যে অর্থ পাচারের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম ও আর্থিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “অবৈধভাবে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে এই সফরে আলোচনা হবে। বাংলাদেশ এর আগেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এবার উচ্চপর্যায়ে যুক্তরাজ্যের সম্মতিসহ কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।”

সফরের সম্ভাব্য কর্মসূচি

  • ১০ জুন: ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান
  • ১১ জুন: প্রিন্স চার্লস ও ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠক
  • ১২ জুন: বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও বিনিয়োগ আহ্বান
  • ১৩ জুন: ইউকে ইনভেস্টমেন্ট বোর্ড ও ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (FCA)-এর সঙ্গে বৈঠক

প্রসঙ্গত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সুশাসন, আর্থিক জবাবদিহিতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য পুনর্গঠনের উদ্যোগে সক্রিয় রয়েছেন। ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নতুনভাবে প্রমাণিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সফর শেষে ১৩ জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধিদল দেশে ফিরবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন