শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভোট ডাকাতি হতে দেব না: বাউফলে হুঁশিয়ারি শফিকুল ইসলাম মাসুদের

“এবার ভোট ডাকাতি হতে দেব না, ভোটকেন্দ্রে জালিয়াতি হতে দেব না, আমাদের ভোট কাউকে ছিনিয়ে নিতে দেব না”—এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ।

রবিবার (৮ জুন) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন লড়াই করতে জানি, তেমনি অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করতে প্রস্তুত। এই উত্তাল তরঙ্গমালার লোকেরাই ইনশাআল্লাহ আগামী দিনে ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই করবে।”

তার মতে, সরকারের দায়িত্বশীলতা নির্ধারণে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ দেশের বহু তরুণ ও যুবক এখনও একটি ভোট দেওয়ার সুযোগ পর্যন্ত পাননি। তিনি বলেন, “গত ১৭ বছরে অনেকেই এখনো একটি ভোটও দিতে পারেনি। এবার আর কোনো অজুহাতে ভোটের ফল ঘোষণা করে দেওয়ার সুযোগ থাকবে না।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা ঘোষণা করছি—৫৬ হাজার বর্গমাইলের পুরো বাংলাদেশে কী হবে না হবে জানি না, কিন্তু বাউফলের এক ইঞ্চি মাটিতেও এবার ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না।”

বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ এবং নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন