শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আজ রাতে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

দীর্ঘ চিকিৎসা শেষে আজ (শুক্রবার) রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রুটনিন আই হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুলের ফ্লাইটটি রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল। ঈদুল আযহার আগে তার দেশে ফেরাকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে নানা আলোচনা-গুঞ্জন চলছিল। অবশেষে ঈদের মাত্র দুই দিন আগে তার ফেরার বিষয়টি নিশ্চিত হওয়ায় দলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতাকর্মী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন