শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আগাম ঈদ উদযাপন করলেন পটুয়াখালীর ৮ গ্রামের ১০ হাজার মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আযহা উদযাপন করেছেন অন্তত ১০ হাজার মুসল্লি। শুক্রবার (৬ জুন) সকালে কলাপাড়ার ৮টি গ্রামে এই ঈদ পালিত হয়।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় উত্তর নিশানবাড়িয়া জাহাঙ্গীরিয়া শাহ্ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌর শহরের নাইয়াপট্টি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। এ দুটি জামাতে সর্বাধিক মুসল্লির অংশগ্রহণ দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই আগাম ঈদ পালনকারীরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে তারা এই ধারাবাহিকতায় সৌদি আরবের তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করে আসছেন।

ঈদের জামাত শেষে পশু কোরবানিও দিয়েছেন অনেক পরিবার। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের মধ্য দিয়ে তারা ধর্মীয় উৎসব পালন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের মূল ধারার ঈদুল আযহা উদযাপিত হবে আগামী রবিবার (৯ জুন)। তবে চট্টগ্রামের সাদ অনুসারী ও কিছু সুফি তরিকার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সময় অনুসরণ করে আগাম ঈদ পালন করে থাকেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন