শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সবার ডিসিপ্লিন মেনে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং

ঢাকা, ৫ জুন ২০২৫

সবার মধ্যে শৃঙ্খলা ও ধৈর্য বজায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদ উপলক্ষ্যে সৃষ্ট যানজট—উভয়ই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, “যানবাহন চালানো, কোরবানির পশুবাহী ট্রাক চলাচল, পথচারীদের রাস্তা পার হওয়া—প্রতিটি ক্ষেত্রে সবাই যদি নিয়ম মেনে চলেন এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন, তবে ট্রাফিক শৃঙ্খলা যেমন বজায় থাকবে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকবে।”

তিনি জানান, বর্তমানে পরিবহনগুলো সরকার নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া আদায় করছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া সংক্রান্ত কোনো বড় ধরনের অভিযোগ আসেনি।

ঈদ উপলক্ষে ঢাকায় প্রবেশ এবং বহির্গমন পয়েন্টগুলোতে যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে কিছুটা যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “ট্রাফিক বিভাগ সজাগ ও সক্রিয় রয়েছে। আশা করি, খুব শিগগিরই অবস্থা স্বাভাবিক হবে।”

এ সময় গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যাত্রীরা বিদ্যমান ভাড়া ও পরিবহন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা গাবতলীর কোরবানির পশুর হাট ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন, “এবারের পশুর হাট ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় ভালো। পশুর দাম তুলনামূলক কম, ফলে ক্রেতারা সুবিধা পাচ্ছেন। গরুর সরবরাহও পর্যাপ্ত রয়েছে। বাজারে গরুর কোনো সংকট নেই।”

পরে উপদেষ্টা রাজধানীর মিরপুর, কাফরুল থানা এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিট পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন