শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে DACO-এর ‘বেস্ট ইমপ্রুভড স্লট অ্যাডহিয়ারেন্স অ্যাওয়ার্ড ২০২৪’

অন-টাইম ফ্লাইট পরিচালনা ও দক্ষ স্লট ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘বেস্ট ইমপ্রুভড স্লট অ্যাডহিয়ারেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে। এই সম্মাননা প্রদান করেছে সৌদি আরবের দাম্মাম এয়ারপোর্ট কোম্পানি (DACO)।

গত ১৯ মে ২০২৫, DACO-এর ‘ইনভেস্টমেন্ট ডে ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। DACO-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল হাসানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন দাম্মামে নিযুক্ত আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল কবির খান।

DACO-এর পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ফ্লাইট সময়ানুবর্তিতা, স্লট ব্যবস্থাপনায় উন্নয়ন এবং সামগ্রিক অপারেশনাল দক্ষতার ওপর ভিত্তি করে বিশ্বের ৩৭টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের মধ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সেরা হিসেবে নির্বাচন করা হয়েছে।

এই অর্জন কেবল দাম্মামেই নয়, বরং সমগ্র সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড মর্যাদাকে আরও সুদৃঢ় করেছে। আন্তর্জাতিক রুটে সময়ানুবর্তী ও দক্ষ পরিচালনায় জাতীয় পতাকাবাহী এই সংস্থার অবস্থান যে দিনে দিনে আরও উন্নত হচ্ছে—এ সম্মাননা তারই একটি প্রমাণ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন