শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

১১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি অভিযোগে সালমান এফ রহমানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা


আইএফআইসি ব্যাংক থেকে ১ হাজার ১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ব্যাংকের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ জুন) দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান এবং মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।

প্রথম মামলা: ৬৭৮ কোটি টাকা আত্মসাত
দুদকের প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ মার্চ এবং ১২ জুন পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে কোনো উপযুক্ত জামানত ও যথাযথ মূল্যায়ন ছাড়াই গ্রোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং চোয়া কনস্ট্রাকশনের নামে প্রায় ৬১৮ কোটি ৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়, যার পরিপ্রেক্ষিতে সুদসহ মোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৬৭৭ কোটি ৭৫ লাখ টাকা।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন:

  • সালমান ফজলুর রহমান
  • আহমেদ শায়ান ফজলুর রহমান
  • ব্যাংকের সাবেক পরিচালক শাহ মনজুরুল হক, সুধাংশু শেখর বিশ্বাস
  • বর্তমান এমডি সৈয়দ মুনসুর মোস্তফা
  • সাবেক এমডি মো. শাহ আলম সারোয়ার
  • উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম
  • চিফ বিজনেস অফিসার মো. নুরুল হাসনাত
  • আইটি ও ট্রেজারি বিভাগের একাধিক কর্মকর্তা
  • ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপকগণ

দ্বিতীয় মামলা: ৪৯৬ কোটি টাকা আত্মসাত
দ্বিতীয় মামলায় আইএফআইসি ব্যাংকের ঋণ সুবিধা অপব্যবহার করে সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিডি নামের কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় আসামিরা হলেন:

  • সালমান এফ রহমান
  • আহমেদ শায়ান ফজলুর রহমান
  • সিলেটের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী
  • সার্ভ কনস্ট্রাকশনের পরিচালক সুলতানা মনামী ও এমডি মনিরুল ইসলাম
  • আইএফআইসি ব্যাংকের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাবৃন্দ
  • বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত

পটভূমি ও অনুসন্ধান
দুদক জানায়, বিগত বছরগুলোতে ব্যাংকিং খাতে নানা অনিয়ম, শেয়ার কারসাজি ও বিশাল অঙ্কের ঋণ খেলাপির পেছনে সালমান এফ রহমানের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। শেয়ারবাজার ও ব্যাংক খাত মিলিয়ে তার বিরুদ্ধে দেশীয় অর্থনীতিকে ধ্বংসের অভিযোগে একাধিক অনুসন্ধান চলছে।

দুদকের তথ্য অনুযায়ী, এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৬ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন