শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ঘোষিত বাজেটের উপর জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া

২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটকে ‘গতানুগতিক ও প্রত্যাশাহীন’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক তাৎক্ষণিক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট হলেও এতে নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি। পূর্বের বাজেটের সঙ্গে খুব একটা ভিন্নতা নেই। ব্যয়ের কাঠামো প্রায় অপরিবর্তিত, নতুনত্ব নেই বললেই চলে।”

মাওলানা মা’ছুম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অবাস্তব ও চ্যালেঞ্জপূর্ণ। বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যার বড় অংশই বিদেশি উৎস থেকে পূরণের পরিকল্পনা করা হয়েছে। এতে বাজেটে বিদেশ নির্ভরতা কমানোর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই, বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাজেটে পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো হয়েছে, অথচ প্রত্যক্ষ কর বৃদ্ধির কোনো লক্ষণ নেই। ভ্যাট ও আমদানি শুল্কে ব্যাপক পরিবর্তন এনে রাজস্ব বৃদ্ধির চেষ্টা করা হয়েছে, যার প্রভাব পড়বে খুচরা পণ্যের দামে।

এছাড়া স্থানীয় শিল্পের কর অবকাশ ও ভ্যাট অব্যাহতি হ্রাস, এসি, ফ্রিজ, মোবাইল ফোন ও এলইডির দামে বৃদ্ধির সম্ভাবনা এবং সুতার আমদানি শুল্ক বৃদ্ধির কারণে আরএমজি খাতে উৎপাদন ব্যয় বাড়বে, যা রপ্তানিকে প্রভাবিত করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে বাজেটে স্বাস্থ্য উপকরণ, সার-কীটনাশক, কোল্ড স্টোরেজ খরচ হ্রাস ও কৃষিখাতে কিছু স্বস্তিদায়ক উদ্যোগ গ্রহণ করায় তিনি স্বস্তি প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ প্রশংসনীয় হলেও, তা অপ্রতুল বলেও মনে করেন জামায়াতের এই নেতা।

মুদ্রাস্ফীতি ৬.৫% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, বাস্তবায়নের কোনো স্পষ্ট রোডম্যাপ নেই বলে তিনি উল্লেখ করেন। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার পরিকল্পনার অভাব এবং কালো টাকা সাদা করার সুযোগ আরও বৃদ্ধি করাকে তিনি “অনৈতিক অপচেষ্টা” বলে আখ্যা দেন।

বিবৃতির শেষভাগে তিনি বলেন, “এই বাজেট গণমুখী করার জন্য আয়কর কমিয়ে জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। আমরা বাজেট বিশ্লেষণ করে পরে বিস্তারিত বক্তব্য জাতির সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন