শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার সরকারি ১০,২০০ কেজি আত্মসাৎকৃত চাল, গ্রেফতার ২

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত এক কলের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ১০,২০০ কেজি চালসহ সরকারি খাদ্য বিভাগের লোগোযুক্ত বস্তা উদ্ধার করা হয়েছে।

গত ১ জুন ২০২৫, রবিবার রাত সাড়ে ১১টায় গাওকুড়া এলাকা থেকে একজন সচেতন নাগরিক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ইসলামপুর থানাধীন আসাদ-ঢালী রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ করে বিক্রির উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করা হচ্ছে। কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল রুহুল আমিন, যিনি তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানায় বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

খবর পাওয়ার পরপরই ইসলামপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ইসলামপুর উপজেলার ইউএনও-ও সরাসরি যুক্ত হন। যৌথভাবে পরিচালিত তল্লাশি অভিযানে আসাদ-ঢালী রাইস মিল থেকে বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ২০৬টি বস্তায় রাখা ১০,২০০ কেজি চাল উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

১. আরিফ মাহমুদ (৫০), রাইস মিল মালিক, বাহাদুরপাড়া, ইসলামপুর, জামালপুর

২. মোঃ সভা আলী (৫০), সিরাজবাদ, ইসলামপুর, জামালপুর

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সরকারি চাল অন্য বস্তায় ভরে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। উদ্ধার করা বস্তাগুলোর মধ্যে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তা এবং নুরজাহান লেখা সাদা-লাল রঙয়ের চালের বস্তাও পাওয়া গেছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন