শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সেনবাগ থানার কেশারপাড় ইউপিতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ থানাধীন কেশারপাড় ইউনিয়নে আবুল কাশেম হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি ইসমাইল হোসেন ওরফে হেরন (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। গত ৩০ মে ২০২৫ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) কৃষ্ণ মোহন নাথ, এসআই (নিরস্ত্র) বাঁধন চন্দ্র দাস এবং তাদের সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন, পিতা মৃত সোলায়মান মোল্লা, সাং দক্ষিণ কেশারপাড়, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। তিনি আবুল কাশেম হত্যা মামলা নং-০৩, তারিখ-০৭/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৪ পেনাল কোড-এর এজাহারনামীয় ৫ নম্বর আসামি।

গ্রেফতারের পর ইসমাইল হোসেনকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন