শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

জামায়াতের আপত্তি নেই, নির্বাচন ফেব্রুয়ারি কিংবা এপ্রিলেও হতে পারে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি কিংবা এপ্রিল—যে সময়েই হোক না কেন, জামায়াতের কোনো আপত্তি থাকবে না। তবে তার শর্ত, এর আগে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে।

শনিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকার একটি হোটেলের মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন একটি অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা ডিসেম্বর মাসে নির্বাচন চেয়ে বসে নেই। যদি সংস্কার সম্পন্ন করতে দুই মাস সময় বেশি লাগে, তাহলে সেটি গ্রহণযোগ্য। জেদের বশে ডিসেম্বরেই নির্বাচন চাইলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা থাকে।”

তিনি আরও বলেন, “জামায়াত দুইটি বিষয়ে রোডম্যাপ চেয়েছে—একটি নির্বাচন এবং অন্যটি সংস্কার প্রক্রিয়ার। এই রোডম্যাপ যেকোনোভাবে স্পষ্ট করে ঘোষণা করা হোক। জনগণ এক বা দুই মাসের সময় পার্থক্য মেনে নিতে প্রস্তুত। তবে ঘোষণা দেওয়া জরুরি, কারণ বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে।”

সব রাজনৈতিক দল ও নেতাদের প্রতি সহনশীল মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “এখন আমাদের প্রয়োজন ধৈর্য্য ও ত্যাগের মানসিকতা। ব্যক্তি নয়, দল এবং দলের চেয়েও দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এটাই হওয়া উচিত আজকের রাজনীতি ও রাজনীতিবিদদের মূল স্লোগান।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন