শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো

১২ বছর পর প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে রিহ্যাবের বড় আয়োজন

ঢাকা, ৩১ মে ২০২৫


বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে প্রবাসীদের মাঝে আরও দৃশ্যমান ও বিনিয়োগবান্ধব করে তুলতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো।
আগামী ৭ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই এক্সপোর আয়োজন করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

এই মেলার মাধ্যমে দেশের আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প, বিনিয়োগ পরিকল্পনা ও সেবা প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরবে। থাকবে সেমিনার, মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা—যা প্রবাসী জীবনের সঙ্গে দেশের আবেগঘন সংযোগকে আরও নিবিড় করে তুলবে।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানান, বৈরী আবহাওয়া এবং আসন্ন ঈদ-উল-আজহার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে অর্থ জমা দিতে পারেনি। তাই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সুবিধার্থে ফি জমার সর্বশেষ সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইতোমধ্যে ফেয়ার ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মোঃ আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক, প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাবের যুক্তরাষ্ট্র প্রবাসী সদস্য সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক এবং বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতিসভা করেন।

রিহ্যাব এর আন্তর্জাতিক মেলার ধারাবাহিকতা

বিদেশে রিহ্যাব মেলার আয়োজন নতুন নয়। এর আগে দুবাই, লন্ডন, রোম, কুয়ালালামপুর ও টরন্টোতে একাধিকবার সফলভাবে এক্সপো আয়োজন করেছে রিহ্যাব। তবে যুক্তরাষ্ট্রে সর্বশেষ মেলা অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। সেই হিসেবে ১২ বছর পর যুক্তরাষ্ট্রে পুনরায় রিহ্যাব এক্সপো অনুষ্ঠিত হচ্ছে, যা প্রবাসীদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানগুলো। একাধিক কোম্পানি প্রবাসীদের জন্য বিশেষ অফার ও ডিসকাউন্ট প্যাকেজ নিয়ে হাজির হবে, যা রিয়েল এস্টেট বিনিয়োগে উৎসাহ জোগাবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের এক্সপো দেশের আবাসন খাতে বৈদেশিক বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ, এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতা সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন