শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রামে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন ও ‘সুখী’ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সম্প্রসারণ

তারিখঃ ২৭ মে ২০২৫ | স্থানঃ পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা আরও সুসংহত করতে বিভিন্ন ইউনিট ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

এই সফরে তিনি বাহিনীর পেশাগত সক্ষমতা, অবকাঠামোগত চাহিদা ও সদস্যদের মনোবল পর্যবেক্ষণ করেন। সফরের অংশ হিসেবে খাগড়াছড়ির চেঙ্গীস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে কর্মরত সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম বাহিনীর জন্য গর্বের বিষয়।”

এ সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ ‘সুখী’ প্ল্যাটফর্মের সম্প্রসারণ কার্যক্রম। তিনি বাহিনীর সদস্যদের ও তাদের পরিবার-পরিজনের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধার আওতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

‘সুখী’ ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার সম্পর্কে তিনি বলেন, “এটি বাহিনীর সদস্যদের নিকটস্থ স্বাস্থ্যসেবার বন্ধু হয়ে উঠেছে।” তিনি জানান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যরা ২৪/৭ অডিও-ভিডিও চিকিৎসা পরামর্শ, অনলাইন প্রেসক্রিপশন, স্বাস্থ্য রেকর্ড ও এসএমএস সেবা পাচ্ছেন। ধাপে ধাপে ইউনিয়নভিত্তিক ভিডিপি সদস্যদেরও এই সেবার আওতায় আনা হবে।

এই কার্যক্রমকে পার্বত্য অঞ্চলের আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরে মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস; সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টগণসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন