শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহায় কোরবানি শেষে ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং পরিবেশ-স্বাস্থ্য রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ঈদের প্রথম দিনেই প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কোরবানি হয়ে যায়। বাকি ৫ থেকে ১০ শতাংশ দ্বিতীয় ও তৃতীয় দিনে সম্পন্ন হয়। এ প্রেক্ষাপটে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই তা শেষ করা হবে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সভায় উপদেষ্টা আরও জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনে এবার ২০টি কোরবানির হাট বসবে। প্রতিটি হাটে নিরাপত্তা নিশ্চিত করতে ৭০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। হাটগুলোতে পশু চিকিৎসকের উপস্থিতিও নিশ্চিত করা হবে, যাতে কোনো অসুস্থ পশু বিক্রি না হয়। একইসঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যসেবা দিতে হাটে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহন কোনোভাবেই রাস্তায় রাখা যাবে না। প্রতিটি হাটে এসব যান রাখার জন্য নির্ধারিত স্থান থাকতে হবে এবং তা অবশ্যই রাস্তা থেকে দূরে হতে হবে।

চামড়া ব্যবস্থাপনার বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিবছর পর্যাপ্ত সংরক্ষণ না থাকায় অনেক চামড়া নষ্ট হয়। তিনি বলেন, চামড়া গরিব মানুষের হক। এটি যেহেতু মাদ্রাসা, এতিমখানা বা দরিদ্রদের কাছে দান করা হয়, তাই তাদের যেন চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হয়, সে বিষয়েও নজরদারি থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, গরুর হাটের হাসিল কমানো সম্ভব হয়নি, যা বর্তমানে ৫ শতাংশ। তবে আগামী বছর থেকে এই হার ৩ শতাংশের বেশি না রাখতে সরকার নীতিগতভাবে কাজ করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন