শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

যেসব বিষয়ে একমত হতে পারিনি, সেসব বিষয় জনসমক্ষে প্রকাশ করা হবে – আলি রিয়াজ

জাতীয় ঐকমত্য গঠনের প্রথম ধাপের আলোচনায় বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ড. রীয়াজ বলেন, “আমরা যেসব বিষয়ে একমত হতে পারিনি, সেসব বিষয় জনসমক্ষে প্রকাশ করা হবে। আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদের ভিত্তি স্থাপন।”

তিনি জানান, গত ছয় মাসে কমিশন দেশের ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে হয়নি। তবে তিনি সংস্কারের অসীম সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “মানুষের ত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করছি। এই সুযোগকে কাজে লাগাতে হবে।”

জাতীয় ঐকমত্য অর্জনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা যথেষ্ট নয় বলেও মত প্রকাশ করেন তিনি। তার মতে, নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়।

বিজ্ঞাপন

ড. রীয়াজ বলেন, “নাগরিক সমাজকেই নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত করতে হবে। কারণ, একমাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণই পারে জাতীয় ঐকমত্যকে বাস্তব রূপ দিতে।”

জাতীয় ঐকমত্য কমিশনের এ ধরনের উদ্যোগ আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা এবং কাঠামোগত সংস্কারে কতটা কার্যকর হয়, তা এখন দেশের সাধারণ মানুষ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন