শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় সরকার গঠনের আলোচনা জোরালো, পিনাকী-ইলিয়াস-কনকের দেশে ফেরার ঘোষণা

২৩ মে ২০২৫

রাজনীতিতে ক্রমবর্ধমান অস্থিরতা ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে উদ্ভূত সংকটের প্রেক্ষাপটে একযোগে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছা নির্বাসনে থাকা তিন অনলাইন অ্যাক্টিভিস্ট—পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সরওয়ার।

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লেখেন,
“দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।”

বিজ্ঞাপন

এই ঘোষণাকে রাজনৈতিক মহল বিশাল তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে, বিশেষত এমন সময়ে যখন গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ইউনূসকে ঘিরে অশুভ চক্রের অভিযোগ

রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন পর্যবেক্ষকদের ভাষ্যমতে, ড. ইউনূসকে এক ধরনের চাপে ফেলতে একটি সংগঠিত চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রে ‘ভেতরে চার, বাইরে তিন’—মোট সাতজন সদস্য রয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। এদের সবাই উচ্চশিক্ষিত হলেও তাদের রাজনৈতিক অবস্থান চরম দক্ষিণপন্থী।

এই গোষ্ঠী চায় না যে বাংলাদেশ দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হোক। বরং তারা অধ্যাপক ইউনূসকে জনবিচ্ছিন্ন করে একটি শূন্যতা তৈরি করতে চায়, যেখানে দেশে আবার প্রভাব বিস্তার করতে পারে পুরনো কর্তৃত্ববাদী গোষ্ঠীগুলো।

পণ্ডিতদের মূল্যায়ন: সংকট আরো ঘনীভূত হতে পারে

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুধু ড. ইউনূসের পদত্যাগই সংকট সমাধানের পথ নয়। বরং এটি বিপ্লবোত্তর চেতনার এক মারাত্মক ধাক্কা হতে পারে। তারা আশঙ্কা করছেন, যদি ইউনূস সময়মতো সাহসী সিদ্ধান্ত না নেন, তাহলে দেশের রাজনীতির নিয়ন্ত্রণ তার হাতছাড়া হয়ে যেতে পারে এবং তৈরি হতে পারে এক নতুন রাজনৈতিক জট।

জাতীয় সরকার গঠনের ইঙ্গিত

এই উত্তাল পরিস্থিতিতে একটি জাতীয় ঐকমত্যভিত্তিক সরকার গঠনের উদ্যোগও দৃশ্যমান হচ্ছে। একাধিক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, পর্দার আড়ালে ব্যস্ত হয়ে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা রক্ষায় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হিসেবে জাতীয় সরকারই হতে পারে সম্ভাব্য সমাধান।

বিজ্ঞাপন


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন