শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা হয় সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং দলীয় কৌশলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে।

সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যা চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনলাইনে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমদ।

দলের একাধিক সূত্র জানায়, বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যালোচনা করা হয়। বিশেষ করে জাতীয় নির্বাচন ঘিরে সম্ভাব্য কৌশল নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি ত্বরান্বিত করার বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে পরবর্তী করণীয় নির্ধারণ এবং জোট ও জনসম্পৃক্ত কর্মকৌশল গ্রহণে শিগগিরই দলীয় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন