শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের জাহাজ শিল্পে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া, এমওইউ স্বাক্ষরের প্রস্তাব

১৯ মে ২০২৫ | ঢাকা

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে পারস্পরিক সহযোগিতা এবং বিনিয়োগ প্রসারের লক্ষ্যে আলজেরিয়া সরকারের পক্ষ থেকে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব দেন।

পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত

নৌপরিবহন উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে আন্তর্জাতিক মানের সাফল্য রয়েছে। আলজেরিয়া বাংলাদেশের তৈরি সমুদ্রগামী জাহাজ ও জলযান আমদানিতে আগ্রহী।” পাশাপাশি তিনি বাংলাদেশ থেকে দক্ষ মেরিটাইম জনশক্তি নিয়োগের আগ্রহের কথাও জানান।

নৌপরিবহন উপদেষ্টা আলজেরিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশ্বমানের জাহাজ তৈরি হচ্ছে। খুলনা শিপইয়ার্ডসহ বিভিন্ন ডকইয়ার্ড আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে।” তিনি রাষ্ট্রদূতকে চট্টগ্রাম, মোংলা বন্দর এবং দেশের বিভিন্ন মেরিন একাডেমি ও শিপইয়ার্ড পরিদর্শনের আমন্ত্রণ জানান।

আলজেরিয়ার ফ্লাইট চালু ও আইএমও নির্বাচন প্রসঙ্গ

আলোচনায় উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন। রাষ্ট্রদূত জানান, আলজেরিয়া সরকার ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থা (IMO)-র ২০২৬-২৭ মেয়াদের ক্যাটাগরি-সি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন উপদেষ্টা। জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি তার দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত আরও বলেন, মে দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য তিনি উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সফরের প্রতিদানে উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি.এম. জামাল হোসেনও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন