শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সৌদি এয়ারলাইন্সে হজে যাবে ৩০ হাজারের বেশি যাত্রী, চালু হলো ৮০টি ফ্লাইট


চলতি বছর রাজকীয় সৌদি এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৩০ হাজার ৪৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাবেন। এ উপলক্ষে সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত উদ্বোধনী ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মক্কার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। চলতি মৌসুমে সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সচিব নাসরীন জাহান, সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, সৌদিয়া এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার সামী এম আল গাদি এবং ইউনাইটেড লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।

সম্মানজনক ও নিরবচ্ছিন্ন হজযাত্রার আশাবাদ

আয়োজকরা জানান, সৌদিয়া এয়ারলাইন্স ও তাদের মনোনীত জিএসএ ইউনাইটেড লিংক লিমিটেড নিরবচ্ছিন্ন ও সম্মানজনক হজ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দরে যাত্রী সেবা, লাগেজ ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং যাত্রী অভ্যর্থনায় থাকবে বিশেষ ব্যবস্থা।

চলতি বছর হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণের জন্য সরকারের পাশাপাশি বিমান পরিবহন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন