শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

পোশাক শিল্পে ট্রেসেবিলিটি ও সাসটেইনেবিলিটির জন্য পাইলট প্রকল্প: বিজিএমইএ’র নেতৃত্বে ‘ডিপিপি’ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর


বাংলাদেশের পোশাক শিল্পে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP) ব্যবস্থা বাস্তবায়নে একটি যুগান্তকারী পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ডিজিপ্রড পাস লিমিটেড এবং ডিজিটাল আর্কিটেক্ট অ্যান্ড টেকনোভেটিভ সলিউশনস লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

চুক্তিতে বিজিএমইএ’র পক্ষে প্রশাসক আনোয়ার হোসেন, ডিজিপ্রড পাস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সোহাগ এবং ডিজিটাল আর্কিটেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফাহিম চৌধুরী স্বাক্ষর করেন।

২৪ মাসব্যাপী এই পাইলট প্রকল্পের আওতায় বিজিএমইএ নির্বাচিত পোশাক প্রস্তুতকারকদের মাধ্যমে তথ্য সংগ্রহ, ট্রেসেবিলিটি বাড়ানো, এবং সাসটেইনেবিলিটি নিশ্চিত করতে ডিপিপি প্ল্যাটফর্ম চালু করবে। ডিজিপ্রড পাস লিমিটেড প্রযুক্তিগত উন্নয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবে এবং ডিজিটাল আর্কিটেক্ট এলসিএ, সিস্টেম ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও সমন্বয়মূলক সেবা প্রদান করবে।

কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প?

ইউরোপীয় ইউনিয়ন (EU) ২০২৪ সালে ‘ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন (ESPR)’ নামে নতুন একটি আইন পাস করেছে, যার অধীনে ২০২৬ সাল থেকে টেক্সটাইলসহ বিভিন্ন পণ্যের জন্য ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বাধ্যতামূলক হবে। ইউরোপীয় বাজার বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৬০% গ্রহণ করে, ফলে এই আইন মেনে চলা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন

ডিপিপি’র মাধ্যমে প্রতিটি পোশাকের উৎপাদন, জীবনচক্র, পরিবেশগত প্রভাব এবং টেকসই কার্যক্রম সম্পর্কে যাচাইকৃত তথ্য ক্রেতাদের সামনে উপস্থাপন করা যাবে। এতে করে ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়বে।

পাইলট প্রকল্পের মূল উদ্দেশ্য:

  • ডিপিপি সিস্টেমের প্রযুক্তিগত ও পরিচালনাগত সক্ষমতা মূল্যায়ন
  • পোশাক উৎপাদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি
  • সাসটেইনেবিলিটি রেগুলেশন মেনে চলার প্রস্তুতি
  • অংশীদারদের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন

বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং বাজার সংরক্ষণে কৌশলগত ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন