শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

‘আপনার একমাত্র ম্যান্ডেট সাধারণ নির্বাচন’: প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সতর্কবার্তা

খুলনা | ১৭ মে ২০২৫

খুলনায় এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন আয়োজন করা। রোজ কিয়ামত পর্যন্ত আপনাদের এ জায়গায় দেখতে চাই না।”

শনিবার বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। কিন্তু এটিকে স্থায়ী ভাবার অবকাশ নেই। এই সরকারের মধ্যে এনসিপি (ন্যাশনাল সেন্টারিস্ট পার্টি) ঘরানার দুই উপদেষ্টা রয়েছেন। তারা সরকারে থেকেও রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন। নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে তাদের পদত্যাগ করাতে হবে, না হলে আপনাকেই বরখাস্ত করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “আমরা শুরু থেকেই বলেছিলাম—আপনার উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী ঘরানার দোসর রয়েছে। এখন বলছি, কিছু বিদেশি স্বার্থবাদীদের দোসরও আপনাদের মধ্যে আছে।”

সালাহউদ্দিন আহমদ সরাসরি অভিযোগ করে বলেন, “আপনার সরকারে থাকা এক বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য একজন বিদেশিকে দেওয়া কতটা যুক্তিযুক্ত? রোহিঙ্গা করিডোর ও মানবিক করিডোরের আড়ালে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানোর চক্রান্ত চলছে।”

তিনি দাবি করেন, “বন্দর, করিডোর, এমনকি সমুদ্র ও নদীবন্দর নিয়েও বিদেশে গোপন চুক্তি হয়েছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সংসদ বা জনগণের কাছে কোনো জবাবদিহি করতে দেখা যায়নি।”

এসময় বিএনপি নেতা আরও বলেন, “আপনি আমাদের বলেছিলেন নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, আপনি সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছেন। আমরা বলছি—ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, এবং তা হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ।”

বক্তব্যের শেষদিকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণ আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের ভুলে যাওয়ার সুযোগ দেবে না। আপনারা শুধু একটি দায়িত্ব পেয়েছেন—জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তা না করে যদি অন্য কোনো খেলা খেলেন, তাহলে জনগণ নিজের হাতে জবাব দিতে জানে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন