শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা

খাদ্য ও পানির তীব্র সংকটে থাকা গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সংগঠনটি সম্প্রতি দুই দফায় খাদ্য সহায়তা পাঠিয়েছে গাজায়, যা পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুলিশ পরিবারের সদস্যরা নিজ নিজ পরিবারের খাবারের অংশ বাঁচিয়ে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য এই মানবিক সহায়তা দিয়েছেন।

পুনাকের দেওয়া এই সহায়তা দুই পর্যায়ে গাজায় পৌঁছেছে, বলে নিশ্চিত করেছে মাস্তুল ফাউন্ডেশন।

মানবিক সহায়তায় পুনাকের এই উদ্যোগকে ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের জন্য খাবার বিতরণ, শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদান, বন্যার্তদের অনুদান, রিকশাচালকদের রেইনকোট বিতরণ, চোখের ছানি অপারেশন, এবং যুদ্ধাহতদের চিকিৎসা ও তাঁদের কন্যাসন্তানদের শিক্ষায় সহায়তা প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছে সংগঠনটি।

এক প্রতিক্রিয়ায় পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন,

“এ অর্জন পুনাকের প্রতিটি সদস্যের মানবিকতা ও আন্তরিকতার প্রতিফলন। আমরা কেবল সংগঠন হিসেবে নয়, একটি পরিবার হিসেবে দুঃখে-দুর্দশায় থাকা মানুষের পাশে দাঁড়াতে চাই।”

তিনি গাজাবাসীর জন্য সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পুনাকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন